অমর একুশে গ্রন্থমেলায় কবি আরিফুল হক কুমারের পঞ্চম কবিতার বই ‘পানপাত্রে ডাইনির ঠোঁট’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্লাটফর্ম। প্রচ্ছদ করেছেন রাজিব রায়। মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। বইটি সোহরাওয়ার্দী উদ্যানে ১৩০ নং স্টলে পাওয়া যাচ্ছে।
কবি আরিফুল হক কুমার ১৯৫৬ সালের ১৬ ডিসেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে রাজশাহীতে বসবাস করেন। তার প্রকাশিত কবিতাগ্রন্থ : ঘাসের আঙ্গোট (২০০৯), পোড়ামেঘ অথবা গোত্রহীন মৃত্যু (২০১১), স্বপ্নের উল্কি (২০১২), হাওয়ার লিরিক (২০১৫)।
মন্তব্য