প্রকাশিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণ সংকলন ‘ওঙ্কারসমগ্র’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। এতে রয়েছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতীয় শোক দিবস, সাত মার্চের অনুষ্ঠানসহ নানা উপলক্ষে তাঁর বজ্রকণ্ঠের ভাষণ থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ ৬৭টি ভাষণ শ্রুতলিপিরূপ।
বইটি শ্রুতিলিখন ও সম্পাদনা করেছেন তরুণ কথাসাহিত্যিক নির্ঝর নৈঃশব্দ্য। এইসব শ্রুতিলিপির বানান বঙ্গবন্ধুর মুখের উচ্চারণ অনুযায়ী রাখার চেষ্টা করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি ১৯৭১ থেকে ৮ মার্চ ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর প্রদানকরা ভাষণগুলো স্থান পেয়েছে এই বইতে।
উল্লেখ্য বঙ্গবন্ধুর ভাষণের শ্রুতিলিপি এর আগে কখনো বই আকারে প্রকাশিত হয়নি। ৩৫০ পৃষ্ঠার রয়েল সাইজ এই বইয়ের মূল্য রাখা হয়েছে ৭৫০.০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
মন্তব্য