অমর একুশে বইমেলার প্রথম ৪দিনেই বেস্টসেলার লেখক সাদাত হোসাইনের নতুন উপন্যাস ‘মানবজনম’র প্রথম মুদ্রণ শেষ হয়েছে।
এ প্রসঙ্গে প্রকাশক খন্দকার সোহেল বলেন, ‘রবিবার থেকে পাওয়া যাবে বইটির দ্বিতীয় মুদ্রণ। পাঠকের ভালোবাসা আর সাদাত হোসাইনের জাদুকরী লেখায় আমরা বিমোহিত।’
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশে অমর একুশে বইমেলা শুরু হওয়ার আগে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাদাত হোসাইনের নতুন এই উপন্যাসটি ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে। বইটি একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ভাষাচিত্র স্টলে। স্টল নম্বর ৬১০-৬১১। এছাড়া সাদাত হোসাইনের বেস্টসেলার উপন্যাস ‘আরশিনগর’, ‘অন্দরমহল’, ‘আমার আর কোথাও যাওয়ার নেই’ এবং ছোটগল্প সংকলন ‘জানালার ওপাশে’ পাওয়া যাচ্ছে ভাষাচিত্র স্টলে।
বই কিনতে আসা ওয়ালী উল্লাহ ছোটন বলেন, ‘মানবজনমের দাম ৫২০ টাকা। অনেক দাম হলেও বইটি সবাই কিনছে। যারা সত্যিকারের পাঠক; তারা কোন বই পড়বে সেটা বইয়ের দাম দেখে নির্ধারণ করেন না, নির্ধারণ করেন লেখার মান দেখে।’
মন্তব্য