বইমেলা হবে কি-না, এই নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। দিনদিন জট পেকেছে। বইমেলা কর্তৃপক্ষের প্রস্তুতির ব্যাপারেও সন্তোষজনক কোনো তথ্য পাইনি আমরা। এতেই ধারণা করা হয়েছিলা, এবার হয়তো বইমেলা হচ্ছে না। কিন্তু কেন? বৈশ্বিক মরামারি করোনা? এটা এখন একেবারেই অবান্তর।
আমার কথা হলো, করোনার প্রভাবে প্রথমদিকে সবকিছু থেকে গেলেও এখন আর থেমে নেই। তাহলে বইমেলা হতে সমস্যা কোথায়? স্বাস্থ্যবিধি মেনে বইমেলা হলে ক্ষতিটা কোথায়? করোনায় বইমেলা কিছুটা ঝুঁকিতে পড়বে, এটা সত্য। কিন্তু এই দেশের নির্বাচন, মিটিং-মিছিল, রাজনীতি ও ধর্মীয় সমাবেশগুলো তো সে ঝুঁকি নিয়েই করা হচ্ছে। সেখানে তো সমস্যা হচ্ছে না। বইমেলায় কেন? মানুষ কতদিন নিজেকে গুটিয়ে রাখতে পারে? তাকে যে বের হতেই হয়। ভ্রমণ-বিনোদন ছাড়া জীবন তো ছন্দছাড়া গতিহীন। বইমেলা হয়তো আমাদের জীবনের গতি কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারতো।
বইমেলা সম্পর্কে বাংলা অ্যাকাডেমির অবস্থান স্পষ্ট নয়। স্পষ্ট হওয়া উচিত। বাংলা অ্যাকাডেমির নির্লিপ্ততা বইমেলার আশা আরও ক্ষীণ করে দিয়েছে। অবশ্য এটা এখন রাষ্ট্রীয় ইস্যু, আন্তর্জাতিক ইস্যুও বলা চলে। তাই এ মুহূর্তে বাংলা অ্যাকাডেমিরও করার কিছু নেই। আগবাড়িয়ে কিছু করতে গেলে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির জন্ম হলে তখন তারাই আগে বিপদে পড়বে। সুতরাং সরকারের সঙ্গে সঠিক সময়ে যোগাযোগ করে, বিশেষজ্ঞদের অভিমত নিয়ে বইমেলা করা যেতে পারে। সীমিত পরিসরে হলেও হওয়া উচিত। এটা আমাদের ঐতিহ্য ও গৌরবের মেলা। এই মেলা বন্ধ করে দিলেই এ দেশ থেকে করোনা পালিয়ে যাবে না।