হামীম কামরুল হক। কথাসাহিত্যিক-প্রাবন্ধিক-অনুবাদক। জন্ম ২২ জানুয়ারি ১৯৭৩।
সিলেট ক্যাডেট কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতোকত্তর। পরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ‘তুলনামূলক নাট্যতত্ত্ব’-এ পিএইচডি অর্জন। পেশায় শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত গল্পের বই: শূন্যপরান ও অন্যান্য গল্প (২০১৩), অক্ষরপুরুষ ও অন্যান্য গল্প (২০১৭), আচ্ছন্নতার বাগান (২০১৮)। উপন্যাস: রাত্রি এখনো যৌবনে (২০০৮), গোপনীয়তার মালিকানা (২০১০), আবছা আলোয় দেখা কয়েকটি মুখ (২০১৬), গোলাপের সিঁড়ি। প্রবন্ধ: জাদুবাস্তববাদ (২০১৬), ছোটগল্প লেখকের প্রস্তুতি ও অন্যান্য বিবেচনা (২০১৬)। সম্পাদনা: লেখার শিল্প, লেখকের সংকল্প (যৌথ: মুহম্মদ সাইফুল ইসলাম), লেখালেখি সংক্রান্ত বিশ্ববিখ্যাত লেখকদের প্রবন্ধের অনুবাদ সংকলন (২০১১)।