ফরিদা ইয়াসমিন সুমি। কবি, গল্পকার ও প্রাবন্ধিক। জন্ম ৪ অক্টোবর ১৯৭৪। জন্ম ঢাকায় হলেও বেড়ে ওঠা চট্টগ্রামে। বাবা মো. জাকারিয়া, মা মাহমুদা বেগম-এর চার সন্তানের মধ্যে তিনি প্রথম।
পেশায় প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুমি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ফরিদা ইয়াসমিন সুমির শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রামেই। নাসিরাবাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম থেকে মাধ্যমিক এবং সরকারী হাজী মুহম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ১৯৮৯ ও ১৯৯১-এ। এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক (এমবিবিএস) সম্পন্ন করে যোগদান করেন সরকারী চাকুরিতে। পরবর্তীতে একই মেডিক্যাল কলেজ থেকে উচ্চতর ডিগ্রি ডিজিও ও এমএস সম্পন্ন করেন।
ফরিদা ইয়াসমিন সুমি চিকিৎসা সেবা-লেখালেখির পাশাপাশি আরও বেশ কিছু সেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। এরমধ্যে রয়েছে, অনগ্রসর ও সুবিধা-বঞ্চিত কিশোরী এবং নারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রজনন-স্বাস্থ্য সচেতনতার উদ্যোগে গড়ে তুলেছেন সেবামূলক প্রতিষ্ঠান ‘ইচ্ছেডানা’। বন্ধ্যাত্বসহ নারীদের অন্যান্য রোগের সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন ‘জেনেসিস হেলথ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার’।
ফরিদা ইয়াসমিন সুমি ১৯৯৭ সালে ‘লাক্স-আনন্দবিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় অংশ নিয়ে নির্বাচিত হন ‘ফটোসুন্দরী’। স্বচ্ছন্দ পদচারণা ছিল মঞ্চ ও টিভিনাটকে, অংশ নিয়েছেন বিজ্ঞাপনচিত্রে, ভালোবাসেন আবৃত্তি করতে।
পরিবার
স্বামী: প্রকৌশলী মো. আনোয়ার রানা
মেয়ে: আফ্রোদিতি অরোরা সৃষ্টি
ছেলে: আরাফ আয়ান পূর্ণ
সাহিত্যকর্ম: কবিতা, গল্পসংকলন ও প্রবন্ধ মিলিয়ে এই পর্যন্ত প্রকাশিত গ্রন্থ-সংখ্যা ১৪। এর মধ্যে কবিতা ১০, গল্প ৩ ও স্বাস্থ্যবিষয়ক বই একটি।
কাব্যগ্রন্থ: তোমায় দেবো নীলপদ্ম নেবে (২০১৬), তুমি আর আমি (২০১৭), তুমি তেমনই রবে আমারই (২০১৭), প্রজাপতি মন (২০১৭), চল ভালোবাসি (২০১৭), ভুল সময় বলে কিছু নেই (২০১৮), অসমুদ্রিত দেহে সমুদ্রিত মন (২০১৯), আমরা দুজন স্বপ্নে জেগে থাকি (২০২০), দুই বুকে দুই মীন (২০২০), বেপরোয়া রাজহাঁস (২০২০)।
গল্পগ্রন্থ: পাতা ।। ফুল ।। কাঁটা (২০১৮), যে জীবন ফড়িঙের, দোয়েলের…(২০১৯), হাজার আয়নার ঘর (২০২০) এবং স্বাস্থ্যবিষয়ক বই নারীস্বাস্থ্য (২০১৯)।
অভিনয়: প্রথম টিভি নাটক ইমদাদুল হক মিলন-এর ‘লীলা’, প্রচারিত হয়েছিল চ্যানেল আই-এর উদ্বোধনী নাটক হিসেবে। আর ধারাবাহিক নাটক একই নাট্যকারের ‘মন হারাবার দিন’, যা প্রচারিত হয়েছিল–এটিএন বাংলায়।
পুরস্কার: বিশাল বাংলা সাহিত্য পুরস্কার ২০১৬।