একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো গিরীশ গৈরিকের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মা সিরিজ : আদিপর্ব’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে বেহুলাবাংলা প্রকাশনী। গ্রন্থটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী সমর মজুমদার। এই কাব্যগ্রন্থটি ৪টি কাণ্ডে ভাগ করা হয়েছে এবং প্রতিটি কাণ্ডে ২৫টি করে কবিতা রয়েছে।
কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে কথাশিল্পী সেলিনা হোসেনকে। ১১২ পৃষ্ঠার কাব্যগ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। এই কাব্যগ্রন্থ নিয়ে কবির ২৯তম জন্মদিন উপলক্ষে একক কবিতা সন্ধ্যার আয়োজন করেছিলো ‘হৃথিবীরথ’।
দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশের অনুভূতি ব্যক্ত করে কবি বলেন : ‘মায়ের কাছে প্রত্যেক সন্তান যেমন পৃথিবীতে প্রথম, আমার কাছে প্রত্যেক গ্রন্থও তেমন।’ তিনি আরও বলেন : ‘আমার কবিতা নিতান্তই সাদামাটা। আকাশের মতো বর্ণিল, তবে দৃশ্যমান সেই রঙের লুকোচুরি। তাছাড়া এমন কোনো কবিতা মা সিরিজে লিখতে চাইনি, যা পাঠ করে বাংলার মা-বোনেরা বুঝতে ব্যর্থ হবেন।’
কবি গিরীশ গৈরিকের জন্ম ১৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলায়। তিনি সাধারণ এক কৃষক পরিবারের সন্তান। তার ছেলেবেলা কেটেছে মধুমতির তীরে ঘুরে ফিরে। তিনি এসএসসি পরীক্ষা শেষ করেই তার নিজ গ্রামে গড়ে তোলেন ‘গীতাঞ্জলি সাহিত্য পরিষদ’। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর করেন। বর্তমানে পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। গত ফেব্রুয়ারি গ্রন্থমেলায় বেহুলাবাংলা থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ক্ষুধার্ত ধানের নামতা’।