অমর একুশে গ্রন্থমেলায় কবি শামীম হোসেনের দুটি বই এবার প্রকাশিত হয়েছে। কবিতার বই ‘ডুমুরের আয়ু’ প্রকাশ করেছে প্লাটফর্ম। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মেলায় পাওয়া যাবে ১৩০ নং স্টলে। শিশু-কিশোর ছড়ার বই ‘গাছভাই নাচভাই’ প্রকাশ করেছে বাংলার কবিতা প্রকাশন। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন রাজিব রায়। বইটি পাওয়া যাবে লিটলম্যাগ চত্বরের ২৭ নং স্টলে।
কবি শামীম হোসেন ১৯৮৩ সালের ৭ আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি দেড় দশকের অধিক সময় আত্মমগ্ন রয়েছেন কবিতাধ্যানে। তার প্রকাশিত কবিতাগ্রন্থ : বরেন্দ্র প্রান্তরে বসন্ত নামে (২০০৭), পাখি পাখি ভয় (২০১১), উপমাংসের শোভা (২০১২), শীতল সন্ধ্যা গীতল রাত্রি (২০১৩), ধানের ধাত্রী (২০১৫)। ছড়াগ্রন্থ : এক তুড়ি ছয় বুড়ি (২০০৮)। কবিতা লেখার পাশাপাশি সম্পাদনাতেও রয়েছে তার বিশেষ দক্ষতা। দীর্ঘদিন যাবৎ প্রকাশ করছেন শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’। স্বীকৃতি হিসেবে পেয়েছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০১৫), রূপান্তর সাহিত্য পুরস্কার (২০১৩), রাজশাহী সাহিত্য পরিষদ পুরস্কার (২০১১), অধ্যয়ন শিশু ফাউন্ডেশন পুরস্কার (২০০৬)। বর্তমানে তিনি গণমাধ্যমে কর্মরত।