চিন্তাসূত্র ডেস্ক
অমর একুশে বইমেলায় এলো মেসবাহ য়াযাদের উপন্যাস ‘রাতকাহন’। প্রকাশ করেছে ভাষাচিত্র। মেলার ৪২৬-৪২৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী বিপুল শাহ্। বইটির মূল্য ২৭০ টাকা।
এটি করোনাকালের গল্প। ঢাকার বাইরে থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হওয়া যুবক আনন্দ। কোনো এক অজানা মানুষ তাকে নিয়ে আসে হাসপাতালে। সেখানে আনন্দকে নিয়ে যমে-মানুষে চলে টানাটানি। তাকে নিয়ে অন্যদের টেনশন টের পায় সে। ডাক্তার এসে বলে যায়, আইসিউতে ভর্তি করাতে। করোনাকালে আইসিইউতে পাওয়া এত সহজ হয় না। রাত পোহানোর অপেক্ষায় থাকে সবাই। পরদিন যা হোক একটা ব্যবস্থা হবে। এরমধ্যে চেতনে-অবচেতনে আনন্দের স্মৃতিতে এসে হানা দেয় একের পর এক অদ্ভুত সব ঘটনা।
এটি লেখকের চতুর্থ গ্রন্থ। প্রথম গ্রন্থ ‘পোস্টমর্টেম’। প্রকাশিত হয় ২০১৮ সালে। এরপর এক বছর বিরতি দিয়ে ২০২০ সালে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ ‘সরল স্বীকারোক্তি’। এই বছর আরও প্রকাশিত হয়েছে ভ্রমণ উপন্যাস ‘সাতজন যাত্রী’। এই গ্রন্থটিও পাওয়া যাচ্ছে বইমেলায় ভাষাচিত্রের স্টরে। এছাড়া পাওয়া যাবে রকমারীডটকমেও।