চিন্তাসূত্র ডেস্ক
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। অর্ধ-শতকে নারীও এগিয়েছে বহুদূর। কিন্তু মানুষ হিসেবে নারীর মর্যাদা কতটুকু প্রতিষ্ঠা পেয়েছে? স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশে নারী কেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক? এই জরুরি প্রশ্নগুলো খতিয়ে দেখেছে নারী বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’। লিখেছেন কবি ও গবেষক আফরোজা সোমা।
চারটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ। রয়েছে মোট ২৭টি রচনা। সেগুলোতে উঠে এসেছে নারীর অগ্রগতি ও পিছিয়ে থাকার সারৎসার।
স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে এসে নারীর বন্ধন ও মুক্তির গল্প আলাদাভাবে মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। কেননা নারীর বয়ান ব্যতিরেকে স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তির গল্প অসম্পূর্ণ রয়ে যাবে।
‘বেশ্যা ও বিদুষীর গল্প’ প্রকাশ করছে হাসান’স। বইমেলায় পরিবেশক ‘পেণ্ডুলাম’। মেলায় প্রাপ্তিস্থান, স্টল নম্বর ৪৪৮। দাম ৪০০ টাকা। মেলায় ২৫ শতাংশ ডিসকাউন্টে মূল্য ৩০০ টাকা।