পর্ব-০৩ বাথের দরজা থেকে একরাশ বিরক্তি নিয়ে ফিরে আসে সোফায়। বসে আয়েস করে মাত্রা। বুঝতে পারছে না ও, বিরক্তিটা কার ওপর? মানুষটা, অনাবিল আনন্দ না নিজের ওপর? লোকটা প্রকৃতপক্ষে সুবিধার নয়, মুখে ভদ্রতার মুখোশ এঁটে রেখেছে। কী এমন বলেছি আমি, যে রুম ছেড়ে চলে যেতে হবে? আমার কাছে টিকিটটাও নেই,…