পর্ব-১ তুমি মাত্রা? ট্রেন ছাড়ার আর মাত্র পাঁচ মিনিট বাকি। আধঘণ্টা ধরে অপেক্ষা করতে করতে প্লাটফরমের সব যাত্রী উঠে বসেছে। শূন্য প্লাটফরমে প্রায় একা দাঁড়িয়ে মাত্রা। কাঁধে ব্যাগ। ফাল্গুনের হালকা হাওয়ায় ঘামছে মাত্রা। লোকটা, নাট্যকার অনাবিল আনন্দ সেই আধঘণ্টা আগে ফোনে জানিয়েছে, আমি অটোতে উঠেছি। আসতে পনেরো মিনিট লাগবে। সেই…