মৃত্যু মিলন
পাশাপাশি দুটি কবর
তুমি ও একটি অচেনা ব্যক্তির।
তুমি ভাবছ—
এখানে এই কবরটি তোমার প্রেমিকের হলে
মৃত্যু মিলন হতো আবারও দুজন।
আয়না জল
সবুজের ওপর লেপটে আছে
বর্ষার উটকো জল
বক উড়ছে—সাদা সাদা বক
পেখম মেলে উড়ছে
সে দৃশ্য—জলে করে টলমল।
ভাবনা
সকালের শিশির—
ঘাসে শুয়েও ছুঁয়ে দেয় মন
দুপুরের খাঁ-খাঁ রোদ—
উপচে পড়ছে শরীরের ওপর
রাতের ঘুটঘুট অন্ধকার—
কাম এবং ঘুম ঘোরে আচ্ছন্ন।
ভাবছি মানুষ না থাকলে—
সকাল, দুপুর, রাত, কার অনুভূতি পেতো?
আবদার
মৃত্যু পর আবার বেঁচে উঠবো
তারপর ঘর বাঁধবো কার সঙ্গে?
কার সঙ্গমে যাবো ছুটে?
ঈশ্বর—আমার প্রশ্নটা খুব ছোট
আমার মৃত্যু দিনে, প্রেমিকার মৃত্যু হোক।
এবং পাশাপাশি দুটি কবর…
মন্তব্য