চিন্তাসূত্র ডেস্ক
মেলায় এলো কবি-কথাশিল্পী-শিল্প সমালোচক চাণক্য বাড়ৈ রচিত প্রথম উপন্যাস ‘কাচের মেয়ে’। উপন্যাসটির বেশিরভাগ অংশ বর্ণনা করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পটভূমিতে। গল্পের বিস্তারের জন্য লেখক নৈসর্গিক সৌন্দর্যের লীলাঞ্চল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেই বেছে নিয়েছেন। এর বিভিন্ন চত্বর, বিভাগ, হল, সড়ক ও স্থাপনার নাম যথাযথ রাখলেও কোনো চরিত্রই বাস্তব থেকে নেওয়া নয়। এছাড়া নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়কে তুলে ধরাও এ উপন্যাসের উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন লেখক।
উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌনহয়রানি। বিশ্বজুড়ে যখন যৌনহয়রানির শিকার নারীরা #মিটু আন্দোলনের মাধ্যমে নিজেদের প্রতি সংঘটিত অপরাধের প্রতিবাদ করছেন, ঠিক তখনই প্রকাশিত হলো যৌননিপীড়নবিরোধী উপন্যাস চাণক্য বাড়ৈ রচিত ‘কাচের মেয়ে’।
আরও পড়ুন: মাঝে-মাঝে জীবনদর্শনও বদলে যায় ॥ চাণক্য বাড়ৈ
চাণক্য এই উপন্যাসের প্রধান চরিত্রের (নারী) জবানে সেই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন। আশ্চর্যের বিষয় হলো, সম্প্রতি এই যৌনহয়রানির বিষয় নিয়ে #মিটু আন্দোলনের মধ্যদিয়ে সারাবিশ্বে নতুন ধারার প্রতিবাদ শুরু হয়েছে। বিষয়টি কাকতালীয় হলেও ‘কাচের মেয়ে’ উপন্যাসটি এই আন্দোলনে নতুন উদ্দীপনা দেবে।
বইটি অমর একুশে গ্রন্থমেলায় ভাষাচিত্র-র (১২৯-১৩০-১৩১) স্টলে। এছাড়া কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নেও পাওয়া যাচ্ছে।